লালমনিরহাটে দুর্গাপূজায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
বৃহস্পতিবার অসন্ন দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১৩ সংবাদ সন্মেলন করে। ছবি : বাসস

লালমনিরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

আজ দুপুরে জেলা শহরের শ্রী শ্রী গৌরীসংঙ্কর গোশালা সোসাইটি দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানায় র‌্যাব-১৩।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে। তিনি বলেন, “অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার মূল বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরো জানান, এ বছর লালমনিরহাট জেলায় ৪৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম সমন্বয়কারী হীরালাল রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
এছাড়া র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
১০