পটিয়ায় ৪৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকার সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রঘুপুর এলাকার মো. রনি ও চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার মো. কামাল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কুমিল্লা থেকে কক্সবাজার গাঁজা যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টায় পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকায় চেকপাস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় কক্সবাজারমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে গাড়িতে থাকা কাঁচা সবজির ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

তাদেরকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০