চট্টগ্রামে নানা আয়োজনে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৫’ পালিত

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
আজ চট্টগ্রামে নানা আয়োজনে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৫’ পালিত। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’ উপলক্ষে ‘আমাদের সমুদ্র, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আজ দিবসটি পালন করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমাদের মেরিনাররা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে। আমাদের দেশের মেরিনাররা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।

তিনি বলেন, বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে।

তিনি আরো বলেন, নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনার জন্য অর্থায়ন, কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তনের মাধ্যমে আমরা এই আয় বছরে ৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারি।

সিনিয়র মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম। আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরো বেশি গুরুত্ব দিবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার বিংশতম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে প্রথম বিশ্ব নৌ-দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।

শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধি এবং মেরিটাইম শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জেলি পুশকৃত ৩৮ মণ চিংড়ি ধ্বংস
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
১০