সাতক্ষীরায় ‘মিট দ্য স্টুডেন্টস’ শীর্ষক সমাবেশ

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২
আজ বৃহস্পতিবার সাতক্ষীরায় ‘মিট দ্য স্টুডেন্টস’ শীর্ষক সমাবেশ।ছবি : বাসস

সাতক্ষীরা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের পড়াশুনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মিট দ্য স্টুডেন্টস শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হুসাইন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক বলেন, সুশিক্ষিত শিক্ষার্থী, সমুন্নত পৃথিবী। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।

সমাবেশে উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০