নওগাঁয় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
আজ নওগাঁয় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

নওগাঁ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। 

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় কর্মশালা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

অনুষ্ঠানে মনিটরিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিজ অনসূয়া বড়ুয়া। 

কর্মশালায় টাইফয়েড টিকা ও টিকাদান কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিসেফ (রংপুর ও রাজশাহী বিভাগ) ফিল্ড অফিস প্রধান এএইচ তৌফিক আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার রায়হানুল আলম, অফিস সহকারী শ্রিপা রানী পাল। 

এছাড়া বাংলাদেশ স্কাউট এবং গার্লস গাইডের নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতেই টিসিভি টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে। টাইফয়েড কিভাবে হয়, হাইজিন মেইনটেইন এর গুরুত্ব, পানি ফুটিয়ে খাওয়ার নিয়ম এসব বিষয় নিয়ে আলোচনা করেন। 

ডিসি বলেন, সচেতনতার বিকল্প নেই। এ ক্যাম্পেইন যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে এজন্য সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করতে হবে। স্কাউট এবং গার্লস গাইডস এর প্রতিনিধি ও সদস্যবৃন্দ এই ক্যাম্পেইন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  

উল্লেখ্য, সারাদেশের ন্যায় নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর কার্যক্রম আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। ক্যাম্পেইনে ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০