ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৩৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের সামগ্রিক হিসেবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ১৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ হাজার ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।