সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১

সাতক্ষীরা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাকিবুল হাসান সিয়াম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরসভার কাটিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না জানান, সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম বাইকের পেছনে বসে ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামকে বহন করা বাইকটি ইজিবাইকে ধাক্কা লাগিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছনে বসা সিয়াম বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত 
প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে ২৯ অক্টোবর মেধা যাচাই পরীক্ষা
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
জেলেনস্কি সফরের আগে পুতিনের সাথে আলাপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প
এইচএসসিতে উত্তীর্ণ হওয়ায় গুমের শিকার হিরুর কন্যাকে তারেক রহমানের শুভেচ্ছা
প্রধান উপদেষ্টার মন্তব্য দাবিতে ভিডিও ছড়িয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা 
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
১০