সন্ধ্যায় পূজা, মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩
ছবি : বাসস

মাদারীপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলায় বইছে উৎসবের হাওয়া। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, প্রতিমা শোভা বর্ধন ও আলোকসজ্জার কাজ। পূজা উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজক ও সেবায়েতরা।

এ বছর মাদারীপুর জেলার ৫টি থানায় মোট ৪২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাতের পঞ্চমী দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবং আগামী বৃহস্পতিবার, ২ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পঞ্জিকা অনুসারে, মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর পালিত হবে। এর আগে ২১ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর শহরের কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী বাসসকে বলেন,‘দুর্গাপূজার সমস্ত প্রস্তুতি সম্পন্নের পথে। আশা করি সুন্দরভাবে আমরা আমাদের ধর্মীয় সব আচার-অনুষ্ঠান পালন করতে পারব।’

পুরান বাজার মন্দিরের সেবায়েত পরেশ চক্রবর্তী জানান,‘প্রতিমা বানানো এবং রং করার কাজ প্রায় শেষ। পূজার শুরুতেই প্রতিমাগুলো মণ্ডপে উন্মুক্ত করে দেওয়া হবে।’

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। তিনি বলেন, শহর ও গ্রামে সবখানেই নিরাপত্তা টহলও জোরদার করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সর্বস্তরের মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মুখিয়ে আছেন। মণ্ডপে মণ্ডপে আলো ঝলমলে সাজসজ্জা, প্রতিমার বাহারি রূপ আর ভক্তদের উপস্থিতিতে উৎসব রূপ নিচ্ছে এক মহাসমারোহে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সম্মেলন আজ
রূপগঞ্জে ছাত্রদলের সাবেক আহত নেতার পাশে বিএনপি
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কাল
গাজায় যুদ্ধবিরতিকে পেজেশকিয়ানের সমর্থন
বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক
মাইক্রোসফট থেকে বাইডেন প্রশাসনের কর্মকর্তাকে বরখাস্ত করার আহ্বান ট্রাম্পের
গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষায় এখনই উদ্যোগ প্রয়োজন
১০