নওগাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানাপের শুভেচ্ছা উপহার

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪
আজ নওগাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানাপের শুভেচ্ছা উপহার বিতরন । ছবি : বাসস

নওগাঁ, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রতি বছরের মতো এবছরও নওগাঁর বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার দিয়েছে। 

আজ শনিবার সকালে সংগঠনের জেলা শাখার কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শতাধিক অসহায় পরিবারের মাঝে পূজার শুভেচ্ছা উপহার হিসেবে নতুন পোশাক দেওয়া হয়।

মানাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান। 

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানাপ নওগাঁর উপদেষ্টা চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলি, এসএম আলমগীর হোসেন, সদস্য পারভেজ হাসান ফয়সাল, মিনা সরকার, আফিয়া সুলতানা প্রমুখ। 

মানাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকার বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে। আগামীতেও মানবতার সেবায় মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করছি। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং  প্রয়োজনের সময় সহযোগিতা করার আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না : সিইসি
মুন্সীগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ ওয়াকআউট করেনি বলে প্রচারিত ছবিটি ভিন্ন সময়ের : সিএ ফ্যাক্ট চেক
ঝালকাঠিতে রঙ-তুলির শেষ আঁচড়ে ফুটে উঠছে দেবীর সৌন্দর্য 
দেবী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার ৫৭৮টি পূজামণ্ডপ
বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত 
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 
পিরোজপুরে টাইফয়েড সচেতনতায় কর্মশালা
ঢাবির ১২ দিনের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত
খুলনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরণ
১০