দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১
আজ দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত । ছবি : বাসস

দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) জেলা প্রশাসনের আয়োজনে ও পর্যটন কর্পোরেশন এর সহযোগিতায়  জেলায়  বিশ্ব  পর্যটন দিবস পালিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও দিনাজপুর পৌর সভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে  জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গোর এ শহীদ বড় মাঠে গিয়ে শেষ করা হয়।

শোভাযাত্রার শেষে অংশগ্রহনকারী সকলেই এক সঙ্গে ঈদগাহ মাঠ গোরে শহীদ বড় ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা ও প্লাস্টিক অপসারণ করা হয়। ময়লা আবর্জনা ও প্লাস্টিক সহ অন্যান্য উচ্ছিষ্ট গুলো বস্তায় ভরে পৌরসভার ভ্যানকারী যোগে সরিয়ে নেয়া হয়। প্রায় ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্ন কাজে দৃষ্টান্ত স্থাপনে ঈদগা ময়দানটি ঝকঝক সুন্দর করা হয়েছে।

এ সময় পৌরসভার প্রশাসক বলেন,ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকের ঈমানের অঙ্গ। এই বিষয়টি অন্য ধর্মের মধ্যেও প্রচলিত রয়েছে। আজকে আমরা সম্মিলিত ভাবে ঈদগা ময়দান বড় মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউজ প্লাস্টিক সহ অন্যান্য উচ্ছিষ্ট গুলো পরিষ্কার করেছি।এভাবেই আমরা এই শহরকে পরিবেশ মুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এর জন্য তিনি সম্মিলিত ভাবে সকল পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী কমিশনার মো. সুজন পারভেজ,পর্যটন কর্পোরেশনের ইনচার্জ মোহাম্মদ আলী আজম, টুরিস্ট পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. সাইদুর রহমান, দি গ্রান্ড দাদু বাড়ি এর ম্যানেজার (অপারেশন) মো. রশিদুল ইসলাম রাশেদ, ট্যুরিজম এর প্রোপাইটর হোসেন সৈয়দ হাসানুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইম ও শহিদুলের হাফ-সেঞ্চুরিতে ময়মনসিংহর সংগ্রহ ৩৩৬ রান
বিকেলের সেশনে আলো ছড়িয়েছেন হিমু ও শিমু
অসদাচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন বিসিবির
জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধযোগ্য
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে শোভাযাত্রা
সিলেটে দেড়শ বছরের ঐতিহাসিক ঘড়িঘরের সামনে টেস্ট ট্রফি উন্মোচন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রকাশিত হলো ‘আদর্শ নেতা’ মিউজিক ভিডিও
মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার
১০