কুমিল্লায় ইয়াবা পাচারে ট্রাক চালকের যাবজ্জীবন, সহযোগীর জেল

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩
ছবি : বাসস

কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় লবণের ট্রাকে করে ইয়াবা পাচারের দায়ে চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সহযোগীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাদ্দাম হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অন্যদিকে সহযোগী আসামি মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ৩১ মার্চ ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাককে (রেজিঃ ঢাকা মেট্রো-ট-২৪-২৯১১) থামানোর সংকেত দিলে চালক সাদ্দাম হোসেন ও তার আয়নাল ইসলাম পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদের তল্লাশি চালিয়ে ২১ হাজার ৪৫০ পিস ইয়াবা জব্দ করে। পরে র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, এই রায় মাদক কারবারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা। আমরা এ রায়ে সন্তুষ্ট। পাশাপাশি পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
রংপুরে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
চট্টগ্রামে বন্ধ ঘোষিত প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে কাল
সন্ত্রাসবিরোধী মামলায় আবারো রিমান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
১০