দিনাজপুরে কুমারী পূজায় ভক্তদের ভিড়

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে মঙ্গলবার দিনাজপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে দিনাজপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ পূজা হয়।

পূজায় এবার দেবীরূপে মনোনীত করা হয় দিনাজপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকার ৭ বছরের শিশু মধুশ্রী গাঙ্গুলীকে। যে দিনে তার জন্ম, একই দিনে তাকে দেবীরূপে পূজা করায় নিজেকে ভাগ্যবান মনে করেন মা সাবিত্রী গাঙ্গুলী।

তিনি বলেন, বেলা ১১ টায় মধুশ্রী গাঙ্গুলীকে সাজিয়ে তোলা হয় পূজার বেদীতে। এরপর শুরু হয় পূজা—অর্চনা। পূজা—অর্চনা পরিচালনা করেন, দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ স্বামী বিভাত্মানন্দ।

দিনাজপুর শহরের মধ্যে একমাত্র রামকৃষ্ণ আশ্রমে এই কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থী সেখানে সমবেত হন। তারা বিশ্বাস করেন, জগত মাতা সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এই উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করতে মহাঅষ্টমীতে এই পূজা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপসায় কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার
সাভার ও ধামরাইয়ে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট: ৭ জন গ্রেফতার
আগামীকাল স্বাভাবিকভাবে খোলা থাকবে শপিংমল ও বাজার
দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি : মহাপরিচালক
প্রধান উপদেষ্টা নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন কাল
মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে এমআরটি পুলিশ
চট্টগ্রামের লালদিয়া টার্মিনালে ৩০ বছরের পিপিপি চুক্তির পথে চবক
জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফের বৈঠক 
রামপুরায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল 
সরকার শিগগিরই বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবে : ড. সালেহউদ্দিন
১০