নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
মঙ্গলবার জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। ছবি : বাসস

নীলফামারী, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

জেলা ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ ভবনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোঅর্ডিনেটর ছবি রানী, প্রশিক্ষার্থী রুবি বানু, হৈমন্তী রায়, তাপসী অধিকারী প্রমুখ।

প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুঁই ও উমাইরা কাদেরী জানান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট স্কিল বিষয়ে তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন করেছেন তারা। এ প্রশিক্ষণ গ্রহণ করে আয় করা সম্ভব।

জেলা ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান, প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

ইতোমধ্যে দৃশ্যমান ফল পাওয়া গেছে।  সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত উন্মোচনে ব্যাপক সাড়া ফেলছে। প্রতি ব্যাচে ৫০ জন করে জেলায় এ পর্যন্ত তিনটি ব্যাচের প্রশিক্ষণ শেষ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রমজান উপলক্ষে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্য আমদানির অনুমতি
৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির আলোচনা সভায় তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
১০