দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : পিআইডি

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা উদযাপনে পূজার্থীরা এবার অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে।
 
তিনি বলেন, পূজার্থীরা যেভাবে দেবীর কাছে সুখ সমৃদ্ধি কামনা করে আরাধনা করে, ঠিক একই রকম সাধারণ মানুষও এই পূজাকে উৎসব হিসেবে গ্রহণ করে। সেজন্য প্রশাসনের সহযোগিতায় সরকার সুষ্ঠুভাবে পূজা আয়োজন সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, আমাদেরকে জাতিগতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, তাই আগামীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইনশৃঙ্খলা, সামগ্রিক অর্থনীতিসহ যাবতীয় মৌলিক বিষয়গুলো যাতে সুন্দর হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। পূজা পরিমণ্ডলে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের নাগরিক দায়িত্ব পালন করবো। যাকে ইচ্ছে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে সামনে যে সরকার আসবে, সে সরকার যেনো আমাদের মনের সব চাওয়া পূরণ করতে পারে, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রমজান উপলক্ষে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্য আমদানির অনুমতি
৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির আলোচনা সভায় তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
১০