চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের চরফ্যাশন উপজেলা ও পৌর শাখা জিয়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার চরফ্যাশন পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই কৃতিত্ব সামনের দিনগুলোতে ধরে রাখতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ জন্য তাদেরকে ভালো মানুষ হতে হবে, হতে হবে পরিশ্রমী, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে দক্ষ হতে হবে।

নাজিম উদ্দিন আলম বলেন, বিএনপির শাসন আমলে পরীক্ষায় নকল ছিলো না, কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছর পরীক্ষায় নকলে সয়লাব করে শিক্ষাক্ষেত্র ধ্বংস করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার দলের লোকেরা দেশের টাকা লুটপাট করছে বলেই জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদ জিয়ার দেখানো পথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতিমুক্ত থেকে সবাইকে দেশের জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদ।

জিয়া পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, জিয়া পরিষদ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, জিয়া পরিষদের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুমাইয়া রিয়া ও মাহাদী আল ইসলাম মাহি।

অনুষ্ঠানে অতিথিরা ১০৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্টসহ বৃত্তি তুলে দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ চরফ্যাশন পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান ।

অনুষ্ঠানের চরফ্যাশনের বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রমজান উপলক্ষে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্য আমদানির অনুমতি
৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির আলোচনা সভায় তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
১০