পটিয়ায় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সৌদি ১০০ রিয়েল মূল্যমানের ২০টি নোট, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. সোহেল বেগ (৩৩) ও একই উপজেলার মো. জাহিদ খান ওরফে শহিদ (৪৫)।

পুলিশ জানায়, পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ আলকাছ মিঞার (৬৩) সঙ্গে ফেরিওয়ালা সেজে প্রথমে সখ্য গড়ে তোলে চক্রের এক সদস্য। পরে অন্যান্য সদস্যরা সৌদি রিয়েল দেখিয়ে বিক্রির প্রলোভন দেখায়। এর মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা করেন।

পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আন্তঃজেলা প্রতারক চক্রের এই সদস্যদের গ্রেপ্তার আমাদের বড় সাফল্য। জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০