পটিয়ায় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সৌদি ১০০ রিয়েল মূল্যমানের ২০টি নোট, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. সোহেল বেগ (৩৩) ও একই উপজেলার মো. জাহিদ খান ওরফে শহিদ (৪৫)।

পুলিশ জানায়, পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী মোহাম্মদ আলকাছ মিঞার (৬৩) সঙ্গে ফেরিওয়ালা সেজে প্রথমে সখ্য গড়ে তোলে চক্রের এক সদস্য। পরে অন্যান্য সদস্যরা সৌদি রিয়েল দেখিয়ে বিক্রির প্রলোভন দেখায়। এর মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা করেন।

পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আন্তঃজেলা প্রতারক চক্রের এই সদস্যদের গ্রেপ্তার আমাদের বড় সাফল্য। জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
১০