সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন মাদরা, হিজলদী, পদ্মশাখরা, তলুইগাছা, চান্দুড়িয়া ও কাকডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী থেকে ও হিজলদী বিওপির আভিযানিক দল শিশুতলা থেকে ভারতীয় মদ জব্দ করেছে।

চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া থেকে ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানিক দল তেতুলবাড়ি ও চারাবাড়ি থেকে ওষুধ ও শাড়ি, হিজলদী বিওপির আভিযানিক দল শিশুতলা থেকে ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল আনারস বাগান থেকে শাড়ি জব্দ করেছে।

এছাড়া কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কুঠিবাড়ি ও মজুমদার থেকে শাড়ি এবং পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন দাসপাড়া আমবাগান থেকে শাড়ি ও বোরকা জব্দ করেছে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ৮১ হাজার টাকা। তবে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
১০