নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাবের এডিশনাল ডিআইজি

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭
ছবি : বাসস

নেত্রকোণা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আজ মঙ্গলবার বিকেলে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা দেখতে নেত্রকোণা পৌর শহরের সাতপাই শ্রী শ্রী সর্বব মঙ্গলা দেবী কালী মাতার মন্দির পরিদর্শনে আসেন র‌্যাব ১৪ এর এডিশনাল ডিআইজি অধিনায়ক নয়মুল হাসান। তিনি ঘুরে দেখেন মন্দিরের বিভিন্ন পূজামণ্ডপ। এ সময় মন্দির কর্তৃপক্ষের মাঝে উপহার তুলে দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এডিশনাল ডিআইজি।

জেলার মন্দিরগুলোতে সকাল থেকে মহাঅষ্টমীতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দুর্গা উৎসবের অন্যতম পূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ১০৮ টি পদ্ম ও ১০৮ টি প্রদীপ দিয়ে মন্দিরগুলোতে পূজার আয়োজন করেন আয়োজকরা। পাশাপাশি কুমারী পূজার মধ্য দিয়ে দেবীর প্রতি শ্রদ্ধা আর বিশেষ প্রার্থনাও জানায় সনাতন ধর্মলম্বীরা।

উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে নেত্রকোণার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে র‌্যাব ১৪। 

এসময় এডিশনাল ডিআইজি জানান,‘র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন পোশাকি ডিপ্লয়মেন্টের চেয়ে নজরদারিতে বেশি বিশ্বাস করে। আমরা এবার সাইবার পেট্রোলিংটা ভালোভাবে করছি যাতে কোন রকম গুজব, মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিরতা সৃষ্টি না করতে পারে। এ বিষয়ে আমাদের প্রত্যেকটি ব্যাটিলিয়ন এবং র‌্যাব হেডকোয়ার্টার সাইবার পেট্রোলিংয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এখানে মুসলমান, হিন্দু, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ যেন একটা বৈচিত্র্যময় পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারে সেজন্য সবজায়গায় আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট থাকবে, এরিয়াল সার্ভিলেন্স থাকবে, ড্রোন থাকবে এবং বিশেষ বিশেষ জায়গায় আমরা স্নাইপার নিয়োজিত রাখবো।

এ সময় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত উপস্থিত ছিলেন। 

জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন পন্ডিত জানান, গত বছর দেশের পরিবর্তিত পরিস্থতির জন্য জেলায় জাঁকজমকে কিছুটা কমতি থাকলেও এবার তার পরিপূর্নতা পেয়েছে। গত বছর জেলায় ১০টি উপজেলায় ৪৬৫ টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এবার জেলায় ৫১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো, নিরাপদবোধ করছি। এবার অনেক উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন শেষ হবে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
ঋণ জালিয়াতি : এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
ভয়েস অব আমেরিকার কর্মীদের গণ ছাঁটাই সাময়িকভাবে স্থগিত 
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
১০