সাতক্ষীরা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে।
বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব আজ মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তার সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।