মাঠ-পার্ক দখলদারের সঙ্গে চুক্তি করায় ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৭

ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আদালতের নির্দেশনা অমান্য করে চুক্তির মাধ্যমে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কটি গুলশান ইয়ুথ ক্লাবকে হস্তান্তর করে আদালত অবমাননা করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশবাদীদের পক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ সংশ্লিষ্টদের বরাবর এ লিগ্যাল নোটিশ পাঠান।

নিশাত মাহমুদ জানান, নোটিশ প্রেরণকারীরা হলেন সংবিধান রিফর্ম কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সিএলপিএ-এর সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মাহমুদ খান, পরিবেশকর্মী আমিরুল রাজিব ও তেতুলতলা মাঠ রক্ষা কমিটির সমন্বয়কারী সৈয়দা রত্না।

নোটিশে উল্লেখ করা হয়, শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক (পূর্ববর্তী গুলশান সেন্ট্রাল পার্ক) অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে আদালতের নির্দেশনা লঙ্ঘন করেছে সংশ্লিষ্টরা। এছাড়াও চুক্তির সময় ডিএনসিসি ও গুলশান ইয়ুথ ক্লাব আদালতের নির্দেশনা লঙ্ঘন করেছে। 

চুক্তিটি মাঠ, পার্ক, জলাধার সংরক্ষণ আইন এবং রাজউকের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। একই সঙ্গে ডিএনসিসি সিটি কর্পোরেশন আইন ভঙ্গ করেছে বলেও দাবি করা হয়।

লিগ্যাল নোটিশে চুক্তি বাতিল করে পার্কটি জনস্বার্থে উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
১০