বগুড়ায় পিকআপের চাপায় মা-মেয়ে নিহত

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:৪২

বগুড়া, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বগুড়ার আদমদীঘিতে পিকআপের চাপায় চার্জারচালিত মোটরসাইকেল (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী। 

মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তার দুই বছরের শিশু কন্যা নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার পথে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভূমিধসের শঙ্কা চট্টগ্রামে
যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
ঝুঁকিপূর্ণ পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ : সাহস, প্রতিভা ও দায়িত্ববোধের অনন্য সাক্ষর
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
১০