নারায়ণগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সোনারগাঁ থানা পুলিশ ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ৬ক লঙ্ঘন ১৫(১)) অনুযায়ী গৃহীত এ অভিযানে বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক অভিযানের বিষয়ে বলেন, আমাদের নিয়মিত পরিবেশ বিষয়ক অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।