রাজবাড়ী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): দুর্গাপূজায় জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার রাতে শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লি সার্বজনীন মন্দির, রাজবাড়ী হরিসভা সার্বজনীন মন্দির, জমিদারবাড়ী দেবী রাজস্বরী দুর্গা মন্দির, সজ্জন কান্দা পুরোন মন্দিরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করেন।
এ সময় তারা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থার প্রস্তুতি ঘুরে ঘুরে দেখেন।
জেলা প্রশাসন প্রধান ও জেলা পুলিশ প্রধান সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে যে কোনো নিরাপত্তা জনিত সহায়তার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করাসহ পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। বলেন, এ ব্যাপারে রাজবাড়ী সাইবার মনিটরিং টিম সর্বদা কাজ করছে।
তিনি আরও বলেন, যাতে মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ সদর থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।