সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৩
প্রতীকী ছবি

‎বাগেরহাট, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মোংলা সুন্দরবনের করমজলে কাঁকড়া ধরতে গিয়ে হিংস্র কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজলের খালে এ দুর্ঘটনা ঘটে।

সুব্রত মণ্ডল খুলনার দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের কুমোদ মণ্ডলের ছেলে। সুব্রত মণ্ডলের স্ত্রী ৭ মাসের অন্ত:সত্ত্বা। এ দম্পতি নি:সন্তান বলে জানান এলাকাবাসী।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রতসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন। আমুরবুনিয়া গ্রাম থেকে হেঁটে জোংড়া এলাকায় যান তারা। পথে নদী-খাল সাঁতরে পার হন তারা।

কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা খালে তল্লাশি শুরু করেন।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর জানান, করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণে সুব্রত মারা গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গ্রামবাসীর সঙ্গে তার সন্ধানে তল্লাশি শুরু করি। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খালে সুব্রতর মরদেহ ভেসে উঠেছিল। আবার কুমির মুখে নিয়ে ডুব দেয়। সাড়ে পাঁচটার দিকে আবারও কুমিরের মুখে একবার মরদেহ দেখা যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে দিলে কিছুক্ষণ দেখা গেলেও তা আবারও পানিতে ডুবে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধার হয়েছে।

তথ্য নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিবন্ধিত ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয় ও হস্তান্তরে অনুমোদন ফি নিষিদ্ধ করেছে সরকার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে তল্লাশি
খুলনায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য: ড. সালেহউদ্দিন
চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল : ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে
সাইবার হুমকি মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
দিনাজপুরে ইজিবাইক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 
জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লিড নিল বাংলাদেশ
ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ
১০