পটুয়াখালী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলার বগা ইউনিয়নের বেশ কয়েকটি, পৌরসভার কাগজিরপুলের কয়েকটি মন্দির পরিদর্শন করেন বিএনপির এই নেতা।
মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য বন্ধন। আমার দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু নিতাই চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাদেক সদস্য সচিপ অলিয়ার রহমান, আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন মৃধা, সেলিম শিকদার, শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মনজু, পৌর বিএনপির দফতর সম্পাদক আবুল বশার, যুবদল নেতা হিরন জোমাদ্দার, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, বাউফল পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক, সাংবাদিক এনামুল হক এনা, অন্তু হাওলাদার প্রমুখ।