কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৫

কুমিল্লা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় অটোরিকশা চালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে যাত্রীবেশে মোবারক ও মালেক চালক জসিম উদ্দিনের অটোরিকশায় ওঠেন। এক পর্যায়ে সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় নুরুল ইসলাম তাদের সঙ্গে যুক্ত হন। পরে ময়নামতির দেবপুর এলাকার বিন্দিয়ার চর এলাকায় নিয়ে জসিমকে হত্যা করে মরদেহ সেতুর নিচে ফেলে দেন আসামিরা এবং অটোরিকশাটি ছিনতাই করেন। ওই দিন রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। 

পরদিন বুড়িচং থানার এএসআই কাজী মাছুমুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

আলাদলতের অতিরিক্ত কৌসুঁলি (এপিপি) মো. এনামুল হক সরকার বলেন, মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। মামলায় আবদুল মান্নান ও মো. সাইফুল ইসলামকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে দেবী বিসর্জনের স্থানগুলোতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড : কোস্টগার্ড মহাপরিচালক
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
১০