শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৭
রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মঙ্গলবার রাজশাহী মহানগরীর পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: বাসস

রাজশাহী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, এ বছর অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। 

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে আগে থেকেই সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে, ভবিষ্যতেও থাকবে। 

মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিএনপির এ নেতা বলেন, যাতে ভালোভাবে পূজা উদযাপিত হয় সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করছে। এ দেশ আমাদের সবার। সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। এতে আমাদের সবার সহযোগিতা থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, এবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। কোনো সমস্যা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে দেবী বিসর্জনের স্থানগুলোতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড : কোস্টগার্ড মহাপরিচালক
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
১০