মানিকগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫(বাসস): শারদীয় দুর্গাপূজায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা রাজবংশী পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
জেলা ও উপজেলার বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও সেসময় উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।