সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৪৩
ছবি: বাসস

সাতক্ষীরা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মদ, শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদী,  বৈকারী, তলুইগাছা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বুধবার দিনভর অবৈধভাবে আসা এসব  চোরাই পণ্য জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান  থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন চারাবাড়ি নামক স্থান  থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল আনারস বাগান নামক স্থান থেকে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও মজুমদার নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও বোরকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ভাদিয়ালী মাঠ নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। তবে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়নি।

তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০