যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৪৬
প্রতীকী ছবি

যশোর,১ অক্টোবর ২০২৫(বাসস) : জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের পুত্র হাকিম সরদার ও কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের পুত্র শামিম হোসেন।

হাকিম সরদার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, আজ বুধবার সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় আজ সকালে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মাছের ঘেরে কাজ করার সময় শামিম হোসেন (২৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হন। তিনি একই উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের পুত্র।

স্থানীয়রা জানান, শামিম দীর্ঘদিন ধরে মাছের ঘেরে কাজ করতেন। আজ সকালে বজ্রপাতে আহত হওয়ার পর তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০