সুনামগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। শত বছরের যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, সেটি ধরে রাখতেই সবাইকে কাজ করতে হবে।
বুধবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কয়ছর এম আহমদ উপজেলার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা জানান।
কয়ছর এম আহমদ আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কিছু নেই। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, আব্দুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।