নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক ১

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:৪৬
প্রতীকী ছবি

নওগাঁ, ১ অক্টোবর ২০২৫ (বাসস): বাসের সহযাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করে তার মালামাল লুটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী যাত্রী দুবাই প্রবাসী এ আর হোসেন। তিনি ঢাকা থেকে বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রামে আসছিলেন। পাশের সিটে বসা যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন।  তিনি নরসিংদী জেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সাথে কথা বলে জানা যায়, এ আর হোসেন নামের এক যাত্রী আজ বুধবার সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রাম যাওয়ার উদ্দেশে উত্তরা থেকে একতা পরিবহণের বাসে ওঠেন। বাসে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে তার আলাপ হয়। এক পর্যায়ে বগুড়ার শেরপুরের আগে ওই সহযাত্রী বোতল বের করে এ আর হোসেনকে জুস খাওয়ার প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে তার দেওয়া জুস খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করেন ।

ভুক্তভোগী এ আর হোসেন বলেন,  আমার নামার কথা ছিল বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী মোড়ে। কিন্তু অচেতন হয়ে থাকায় বাসের সর্বশেষ গন্তব্যস্থল নওগাঁ বাসস্ট্যান্ডে চলে আসি। এখানে আসার পর পাশে বসা ওই যাত্রী ও বাসের সুপারভাইজার আমাকে বাস থেকে নামান এবং মুখ-চোখে পানি দিয়ে চেতন করেন৷ চেতনা ফেরার পরই আমি আমার পাশের সিটের যাত্রীকে ধরে ফেলি। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আমার চুরি হওয়া টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করি। ওই চোরের উদ্দেশ্য ছিল আমাকে চেতন করে বাসের লকারে থাকা ব্যাগ নেওয়ার। ওই ব্যাগে আরও কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন,  অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আজ সন্ধ্যায় আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
১০