রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:৪৯
ছবি: বাসস

রাজশাহী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটার এবং সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোতে ২৩ সেপ্টেম্বর থেকে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজশাহী ১ বিজিবির অধিনায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপ এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল দল নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া সেক্টর সদর দপ্তর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ এবং রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজিবি কর্মকর্তারা পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০