রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২০:৪৯
ছবি: বাসস

রাজশাহী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটার এবং সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোতে ২৩ সেপ্টেম্বর থেকে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজশাহী ১ বিজিবির অধিনায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপ এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল দল নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া সেক্টর সদর দপ্তর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ এবং রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজিবি কর্মকর্তারা পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
১০