সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ২১:৩৮
ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫ (বুধবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখবে। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ।

শাহজাহান মিঞা বলেন, দেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। একটি মহল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে।

তিনি আরও বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। আমরা সবাই বাংলাদেশি-এটাই সবচেয়ে বড় পরিচয়। ধর্মভিত্তিক বিভাজন নয়, সম্প্রীতিই আমাদের শক্তি। এই ঐক্য ও সৌন্দর্য ধরে রাখাই আমাদের দায়িত্ব।

এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক আলী আহম্মেদ বাবু, বিশিষ্ট চিকিৎসক ডা. নাহিদুজ্জামান সুমন, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০