টাঙ্গাইল, ৩ অক্টোবর, ২০২৫(বাসস): টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নে সাতানী হুগরা বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি।
বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপির ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাংলাদেশের আগামীর সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করে স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে মতবিনিময় করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।