শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৩:২২

মাদারীপুর, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেল পুলিশের তদন্তসাপেক্ষ বিষয়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০