নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৩:৫৮
গতকাল বৃহস্পতিবার রাত  এগারোটার মধ্যে জেলার প্রায় সবগুলো পূজা মণ্ডপে বিসর্জন পর্বের শেষ হয়। ছবি : বাসস

নেত্রকোনা, ৩অক্টোবর,২০২৫(বাসস):জেলায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে সিঁদুর ও আরতি শেষে  মগড়া, কংশ,  সোমেশ্বরী নদীতে বিসর্জনের মাধ্যমে  দেবী দুর্গার বিদায় দিল ভক্তরা।  

সকল আচার রীতি নিয়ম পালন শেষে বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে  মর্ত্য  থেকে দেবীর কৈলাসে ফিরে যাওয়ার শেষ আনন্দ উদযাপন করেছে ভক্তরা।

গতকাল বৃহস্পতিবার রাত  এগারোটার মধ্যে জেলার প্রায় সবগুলো পূজা মণ্ডপে বিসর্জন পর্বের শেষ হয়।

রাত নয়টায় জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ঘাটে প্রতিমা বিসর্জন করা হয় পৌরসভা ও এর আশপাশের পূজা মণ্ডপ গুলোর প্রতিমার। দশভূজা বাড়ি পূজা মণ্ডপ সর্বপ্রথম বিসর্জন দেয়া হয় এরপর কালীবাড়ি মন্দির সহ একে একে বিসর্জন দেয়া হয় ২০ থেকে ২৫ টি প্রতিমা।

এর আগে সন্ধ্যা থেকেই সাড়ে তিনশ বছরের পুরনো দশভূজা বাড়ি মন্দির চত্তরে জড়ো হতে থাকে প্রতিমা। শত বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে এবারও প্রতিমা নিয়ে বিজয় আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মালম্বীরা। শেষ মুহূর্তে সিঁদুর খেলা সহ দেবী দুর্গা ও তার সাথীদের চরণে শেষ শ্রদ্ধা জানা তারা। 

এইদিকে জেলা সদরেও রাত দশটায় শুরু হয় বিসর্জনের কার্যক্রম। শহরের কালীবাড়ি মন্দিরের মগড়া নদীর ঘাটে প্রতিমা বিসর্জন শুরু করেন মন্দির কর্তৃপক্ষ। একইভাবে শহরের সব কয়টি
প্রতিমা সহ জেলার দশটি উপজেলার ৫শ ১৩টি প্রতিমা সন্ধ্যা থেকে রাত  এগারোটায়  মধ্যেই বিসর্জন পর্বের শেষ হয়।

ভক্তরা জানান এবার দেবী এসেছিলেন হাতিতে চড়ে যা সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তবে যাচ্ছেন দোলনায় চড়ে যা অশুভ সংকেত বহন করলেও ভক্তদের বিশ্বাস দেবীর আশীর্বাদে সকল অশুভ শক্তির বিনাশ হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০