ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৪:০৯
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ উৎসব শুরু হয়। ছবি : বাসস

ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অ্যাকশনএইড- ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন।

‘প্রপোজিং পলিসিজ ফর সোশ্যাল ইনক্লুসিভিটি’ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) দু’দিনের এই উৎসব আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন।  সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ শুভেচ্ছা বক্তব্য দেন। সঞ্চালনা করেন ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক রাগীব আনজুম।

বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ। 

নিয়মিত বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ কর্মজীবনেও সফলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং বিভিন্ন স্কুল-কলেজের ১২টি দল এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০