কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৩
আজ শুক্রবার কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ড তেলিকোনা এলাকায় চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : বাসস

কুমিল্লা,(উত্তর),৩অক্টোবর,২০২৫(বাসস): সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামি কুমিল্লা মহানগর শাখা।

আজ শুক্রবার কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ড তেলিকোনা এলাকায় চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

আয়োজক সূত্রে জানা যায়, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা সহ নানা চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। 

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাহী সদস্য মো. কলিমুল্লাহ, জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম, শ্রমিক নেতা মো. ইয়াসিন মিয়া, মাহাবুবুর রহমান, ১৭ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত নেতা রাসেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমরা সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলজেরিয়া দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ডেঙ্গুতে আরো ২৬৩ জন হাসপাতালে ভর্তি
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে ৬৯ জন আটক
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে
গাজার শেষ নৌবহরটি আটক করেছে ইসরাইল : আয়োজক
নাটোরে রঙ বিলাস আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
ভবন আছে, কর্মী নেই: সংকটে মাদারীপুর আইএইচটি
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭
কুমিল্লায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
১০