চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ড), ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়ার আবদুল নবী মাস্টার বাড়ির আবদুল হাদী দুলালের ছেলে। তিনি সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি ঢেউটিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আবদুল খালেক সাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে ঢাকামুখী চয়েজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।