জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৭
মাওলানা তোফায়েল আহমদ খান সুনামগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে প্রশিক্ষণের মাধ্যমে ৪ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা হবে। 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এসব কথা বলেন। 

উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় তোফায়েল আহমদ খান আরও বলেন, যুবকেরা যে ট্রেডে আগ্রহী, তাদেরকে সেই ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে সবার মৌলিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।  

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ রুকন উদ্দিন, জেলা আইবিডব্লিউ সভাপতি হাজি ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াত  আমির সফিকুল ইসলাম এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াত আমির মাওলানা মোস্তফা কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
১০