নানা আয়োজনে পটুয়াখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮
ছবি : বাসস

পটুয়াখালী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে জেলার কুয়াকাটায় চলছে নানা উৎসব। 

আজ সোমবার কুয়াকাটার রাখাইন পল্লীগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসব। এই দিনটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই শুভ তিথিতেই মহামানব গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনা প্রদান শেষে ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন।

মানবজাতির কল্যাণ, শান্তি ও সুখ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ভিক্ষু সংঘকে স্বধর্ম প্রচারের নির্দেশ দেন। একই দিনে তিন মাসব্যাপী বর্ষাবাসেরও পরিসমাপ্তি ঘটে।

জ্যোতির্বিদদের তথ্যমতে, সোমবার রাত ১১টা ৫৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৩ মিনিটে শেষ হবে। প্রথানুযায়ী, প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে এক মাসব্যাপী ‘শুভ কঠিন চীবর দান উৎসব’ শুরু হবে।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কুয়াকাটায় বৌদ্ধবিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংসদান, অতিথি আপ্যায়ন, ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস উড়ানো ও বুদ্ধকীর্তন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০