বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:১৫
সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বরিশাল, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): আজ ৬ অক্টোবর। বিশ্ব বসতি দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য  ‘পরিকল্পিত উন্নয়ন ধারা, নগর সমস্যায় সাড়া’। 

এই স্লোগান নিয়ে সারাদেশের মতো বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । 

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান ও পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বসতি দিবস উপলক্ষ্যে আজ সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘এই মুহূর্তে’ ইউরোপীয়দের সঙ্গে পারমাণু আলোচনা নয় : ইরান
পার্বতীপুরে আরেকটি লোকোমোটিভ রেলওয়ে কারখানা হচ্ছে 
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন উ. কোরীয় নেতা কিম 
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
১০