যৌন হয়রানি রোধে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:২১ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:২৯

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): আদালতের রায় অনুসারে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মমিন উদ্দিন (উপসচিব) স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, হাইকোর্টের রিট পিটিশন নির্দেশনা অনুযায়ী সকল স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা কমিটি (ডব্লিউএসপিসি) গঠন এবং নিয়মিত সভা আয়োজনের নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এর আগে, রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারি-বেসরকারি অফিসে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।

২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে দিকনির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন।

শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে রায় দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

ওই রায়ে হাইকোর্ট দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনসহ বিভিন্ন নির্দেশনা দেন। তবে সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি।

২০২১ সালের ২১ অক্টোবর আদালতের পূর্বের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে জানতে চেয়ে এই রিটটি দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বাস চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত
‘এই মুহূর্তে’ ইউরোপীয়দের সঙ্গে পারমাণু আলোচনা নয় : ইরান
পার্বতীপুরে আরেকটি লোকোমোটিভ রেলওয়ে কারখানা হচ্ছে 
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন উ. কোরীয় নেতা কিম 
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
১০