বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব শুরু

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৪ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:২১
উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা,’ যা মারমা সম্প্রদায়ের কাছে পরিচিত মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে। ছবি : বাসস

বান্দরবান, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’। যা মারমা সম্প্রদায়ের কাছে পরিচিত মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে।

ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে পার্বত্য জেলা জুড়ে এখন আনন্দ-উচ্ছ্বাসের হাওয়া বইছে। এ উপলক্ষে আজ সকালে নারী-পুরুষ, দায়ক-দায়িকারা মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বলন করে ভিক্ষুদের  ছোয়াইং অর্থাৎ বিভিন্ন রকম খাবার প্রদান করেছেন। 

পূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকেই বান্দরবানের জেলা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে ধর্মীয় দেশনা, অর্থ ও অন্নদান, ফুল পূজা ইত্যাদি। আর উপাসক-উপাসিকারা গ্রহণ করছেন অষ্টশীল। বিহারে বিহারে অনুষ্ঠিত হচ্ছে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। 

আজ সন্ধ্যায় পুরাতন রাজবাড়ী থেকে রথ টেনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেওয়া হবে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে। 

রাতে আকাশে ওড়ানো হবে ফানুস। ঘরে ঘরে পিঠা উৎসবসহ নানা আয়োজন শেষে আগামীকাল (৭ অক্টোবর) রাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের এই প্রবারণা উৎসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০