সিরাজগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১০ লাখ ৩৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
আজ সোমবার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’ প্রতিপাদ্যে টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী ১২ অক্টোবর থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
এ উপলক্ষে বেলা ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সিভিল সার্জন ডাঃ মো. নুরুল আমীনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এম. রাশিদুল বারী।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) মো. নাজরান রউফ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গাইনি বিভাগীয় প্রধান ডা. শাহানা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে প্রচার ও জনসচেতনতা অপরিহার্য। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা টিকা নিতে টিকাদান কেন্দ্রে আসতে অভিভাবকদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ।
অ্যাডভোকেসি সভায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় জানানো হয়, সিরাজগঞ্জ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের একডোজ টিকা প্রদান করা হবে।
টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। জন্মনিবন্ধন না থাকলে সিরাজগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিবন্ধন করা যাবে।