রাঙ্গামাটিতে দেড় লক্ষাধিক শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এবার ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এসব তথ্য জানান। 

তিনি আরও জানান, আগামী ১২অক্টোবর জেলার ১ হাজার ২৪৯ টি স্কুলের শিক্ষার্থীদের ১ হাজার ২২২ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এর মধ্যে জেলার ১০ উপজেলায় রেজিস্ট্রেশন করেছেন ৮৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য সচেতনতামুলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের এমও-ডিসি ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পড়ুয়া স্কুলের শিক্ষাথীরা এ টিকার আওতায় আনার পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুই এ টিকা নিতে পারবে। 

এর মধ্যে যারা রেজি: করেনি তারা জেলা-উপজেলার সংশ্লিষ্ট কেন্দ্রে নাম তালিকাভুক্ত করে টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০