রাঙ্গামাটিতে দেড় লক্ষাধিক শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এবার ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এসব তথ্য জানান। 

তিনি আরও জানান, আগামী ১২অক্টোবর জেলার ১ হাজার ২৪৯ টি স্কুলের শিক্ষার্থীদের ১ হাজার ২২২ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এর মধ্যে জেলার ১০ উপজেলায় রেজিস্ট্রেশন করেছেন ৮৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য সচেতনতামুলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের এমও-ডিসি ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পড়ুয়া স্কুলের শিক্ষাথীরা এ টিকার আওতায় আনার পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুই এ টিকা নিতে পারবে। 

এর মধ্যে যারা রেজি: করেনি তারা জেলা-উপজেলার সংশ্লিষ্ট কেন্দ্রে নাম তালিকাভুক্ত করে টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০