রাঙ্গামাটিতে দেড় লক্ষাধিক শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এবার ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এসব তথ্য জানান। 

তিনি আরও জানান, আগামী ১২অক্টোবর জেলার ১ হাজার ২৪৯ টি স্কুলের শিক্ষার্থীদের ১ হাজার ২২২ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এর মধ্যে জেলার ১০ উপজেলায় রেজিস্ট্রেশন করেছেন ৮৬ হাজার ১৫০ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য সচেতনতামুলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের এমও-ডিসি ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পড়ুয়া স্কুলের শিক্ষাথীরা এ টিকার আওতায় আনার পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুই এ টিকা নিতে পারবে। 

এর মধ্যে যারা রেজি: করেনি তারা জেলা-উপজেলার সংশ্লিষ্ট কেন্দ্রে নাম তালিকাভুক্ত করে টিকা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
চট্টগ্রামে ২ সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
ইডিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এমডি সামাদ মৃধা
শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত
সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
সর্বোচ্চ রান তানজিদের, উইকেট রশিদের
তুরস্ক সফর শেষে বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন
১০