দিনাজপুর, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ দুপুর ১২টায় দিনাজপুর পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এ ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়।
এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৩ টি থানার পুলিশ পরিদর্শক সহ ৯টি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং নির্বাচনকালে আরো যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।