মুন্সীগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জর লৌহজংয়ে অস্বাস্থ্য পরিবেশে আইসক্রিম তৈরি ও বিক্রির দায়ে একটি ফ্যাক্টরিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার উপজেলার ঘোলতলী এলাকায় সরলতা আইসক্রিম ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, অধিদপ্তর ঘোলতলী এলাকায় আজ বাজার মনিটরিং করে। বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে সরলতা আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জারমানা করে। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন।