যশোরে স্ত্রী-কন্যা হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৫১

যশোর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যশোরে জহিরুল ইসলাম বাবু (৩৮) নামে এক যুবককে মুত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালতের বিচারক মো. জাকির হোসেন টিপু এ রায় দেন। তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহাবুবুর রহমান।

সাজাপ্রাপ্ত জহিরুল যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র ও মামলার কার্যবিবরণী থেকে জানা যায়, জহিরুল ইসলাম বাবুর সঙ্গে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথির (৩২) বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে বাবু তার শ্বশুরবাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রাম থেকে স্ত্রী বিথি ও দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়ি জগন্নাথপুর গ্রামে ফিরছিলেন।

পথে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে স্ত্রী ও দুই কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন। পরে পরিবারের কাছে বিষয়টি জানিয়ে তিনি নিজেই সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে সবকিছু খুলে বলেন। সেখান থেকে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় বিথির বাবা মুজিবর রহমান অভয়নগর থানায় মামলা করেন।

মামলায় তিনি বলেন, ১১ বছর আগে বাবুর সঙ্গে বিথির বিয়ে হওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে বাবু বিথিকে মারধর করতেন। একপর্যায়ে তাকে এক লাখ ৬০ হাজার টাকা দেওয়া হলেও নির্যাতন থামেনি। ঘটনার দিনও দুজনের মধ্যে ঝগড়া হয় এবং বাবু বিথিকে মারধরও করেন। এক পর্যায়ে স্ত্রী ও দুই মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথে তাদের হত্যা করেন বাবু।

পুলিশের তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বছর ৩০ নভেম্বর অভয়নগর থানার এসআই গোলাম হোসেন আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে : শ্রম উপদেষ্টা
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
১০